“হিসাব” -চঞ্চল কুমার ভৌমিকের কবিতা

0
513
চঞ্চল

হিসাব
-চঞ্চল কুমার ভৌমিক

আবছা আলোয় অস্পষ্ট দেখি তোমায়
তবুও চিনতে বিন্দুমাত্র কষ্ট হয় না আমার।
তোমার গন্ধ, বিশ্বাস অনেক চেনা আমার
সেটা তোমার ঘোর অন্ধকারের অবস্থানেও
আমাকে বড় বেশী পরিস্কার করে দেয়, আর
আমাকে তিল তিল করে অগ্রসর করে সেদিকে।
কখনো ঝড়ের ঝাপটায় বিশ্বাস যায় না উবে,
বেঁকে যায় হয়তো, আবার পূর্ব স্থানে ফেরে
সব কিছু গণিতের মতো মেলে না জানোতো
হিসাব করে অংক মেলে, জীবন মেলে না ।।

**************
পূর্ব শালবন, রংপুর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আদমের আশায়” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে