আদিবাসীদের জমি শেষ হওয়ার পর কমিশন দিয়ে কি হবে? -রবীন্দ্রনাথ সরেন

0
208

আদিবাসীদের জমি শেষ হওয়ার পর কমিশন দিয়ে কি হবে?
-রবীন্দ্রনাথ সরেন
কালিদাস রায়
জাতীয় আদিবাসীদের পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেছেন, আদিবাসীদের জমিজমা শেষ হওয়য়ার পরে কমিশন গঠন করে কি হবে? সাংবিধানিক স্বীকৃতিসহ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে জাতীয় আদিবাসী পরিষদ। দেশে প্রতিনিয়ত আদিবাসীদের জমি বেদখলের, নির্যাতনের ঘটনা ঘটছে। আদিবাসীদের জমি বেদখল করতেই তাদের উপর প্রতিনিয়ত ধর্ষন, মিথ্যা মামলা, হামলার ঘটনা ঘটছে। কাজেই সময় থাকতেই আদিবাসীদের ভূমি কমিশন গঠন করা সময়ের দাবি হয়ে উঠেছে।

শুক্রবার সারাদিনব্যাপী নাটোরের গুরুদাসপুরে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মীসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চৈত্রহাটি জগদিশ্বরী মন্দিরের বিপুল পরিমাণ বেদখল ঠেকাতে আদিবাসীদের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের, জীবনের নিরাপত্তা, হামলার ঘটনায় আগামী ১৩ অক্টোবর সিরাজগঞ্জ জেলায় কর্মসূচী ঘোষণা করেন।

জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও নাটোর জেলা কমিটির সাবেক সভাপতি রমানাথ মাহাতোর সভাপতিত্বে এবং যাদু কুমার দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় নেতা নরেন পাহান, নাটোর জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল কুমার, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য বিভূতিভূষন মাহাতো, পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক আশিক বানিয়াসপ্রমূখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবিদ্যাসাগরের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি – দীপক মিত্র 
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে