“আমাদের নাটোর প্রাণের শহর”- মি.পাপ্পু আহমেদের কবিতা

0
764
natorekantho, পাপ্পু

আমাদের নাটোর প্রাণের শহর
মি.পাপ্পু আহমেদ

নাটোর একটি ছোট্ট শহর সেথায় অনেক ঘর।।

সেথায় আছে অনেক সুনাম নাহি কেহ পর।।

থাকি সবাই মিলেমিশে নয় কোনো বিদ্রোহ।।

সকলের মুখে আছে সুনাম, নাটোর শহরের নামে।।

সুনামের কথা বলতে নয় আরো আছে কত?

নাটোরের ছিলো বনলতা, সকলের মুখে যায় শুনা।।

এই শহরের আরো আছে কত না সুনাম?

রানী ভবানী নামে সে রাজবাড়ী, হয়ে নাটোরের সম্মান ।।

নাটোর একটি ছোট শহর নেই কোন তার অসম্মান ।।

নাটোরে আছে আরও উত্তরা গণভবনের নাম।।

সেথায় আসেন নাড্ডে রাজার সিংহাসন।।

উষ্ণ শীতল সেই সকালে,উত্তরা গণভবনের,ঘড়ির কাটার ঘন্টার শব্দে নিদ্রা ভাঙ্গে।।

এই শহরের সুনাম মময় আছে খাবার জিনিস!

সেথায় গেলে আনিস তোরা নাটোরের কাঁচাগোল্লার মিষ্টির হাঁড়ি।।

নাটোর শহরের পাটুল নামে আছে একটি ছোট্ট গ্রাম,
বর্ষাকালে দেখা যায় সমুদ্র সমান!
তাইতো সবাই নাম রেখেছে মিনি কক্সবাজার।।

হতে পারে ছোট্ট শহর সুনামের নেই তার অভাব।।

সেথায় আছে সিংড়া নামের একটি ছোট শহর।।
সেথাই সবাই চিনে চলনবিল নামে।।

চলনবিলের সেই পাখির ডাকে, মুগ্ধ করে তোলে সকালের সেই, নিদ্রা টাকে।।

আরো আছে শুটকি নানা রকমের মাছের,
সেথায় আছেন নিতে সবাই দেশ-বিদেশের লোকে।।

তাইতো সুনাম আমাদের নাটোর প্রাণের শহরে এত।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“রানা প্লাজার পূর্ণ গ্রাস”-বইমেলায় আসছে নাটোরের লেখক লুৎফন নাহার কল্পনা’র দ্বিতীয় উপন্যাস
পরবর্তী নিবন্ধ“মা “-ভাস্কর বাগচী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে