“রানা প্লাজার পূর্ণ গ্রাস”-বইমেলায় আসছে নাটোরের লেখক লুৎফন নাহার কল্পনা’র দ্বিতীয় উপন্যাস

0
700
বই-৫-১-২০

নাটোরকন্ঠ
অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে নাটোরের কৃতিসন্তান উপন্যাসিক লুৎফন নাহার কল্পনা’র দ্বিতীয় উপন্যাস ” রানা প্লাজার পূর্ণগ্রাস” । উপন্যাসের বইটির উপজীব্য রানা প্লাজা ট্রাজেডীর ট্রাজেডি স্মৃতিতর্পন, মানবিকতা,প্রকৃতি,জীবনযাপন। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ করেছে বিবর্তন প্রকাশনী। রানা প্লাজা ট্রাজেডির মানবিকবোধ থেকে এই উপন্যাসের জন্ম। শ্রমিকদের জীবন যাপনের মধ্যকার অনুভূতি ও অভিঘাত লেখায় ধরা পড়েছে। কল্পনা ও বাস্তবতা উপন্যাসটিতে একবিন্দুতে মিশেছে। এবারের বই মেলায়  “রানা প্লাজার পূর্ণগ্রাস ” পাঠকের ভালোবাসা পাবে। ৩০০ পৃষ্ঠার এই উপন্যাস ২০২০ সালের একুশে গ্রন্থ মেলায় বিবর্তন প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।
লুতফন নাহার কল্পনা নাটোর শহরের কানাইখালী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি নিভৃতচারী একজন উপন্যাসিক। তিনি একজন সাদামনের পরহেজগার মানুষ।নিতান্ত শখের বশে আর মনোযন্ত্রণার আপন তাগিদে তিনি লিখেন। লুৎফন নাহার কল্পনার প্রথম উপন্যাস ” শিলাপটে অন্য ছায়া” প্রকাশিত হয় ২০১৬ সালে একুশের বইমেলায়। প্রথম উপন্যাস পাঠকমহলে ব্যাপক নন্দিত হয়।
,এবারকার একুশের বইমেলায় রানা প্লাজার পূর্ণগ্রাস উপন্যাসটিও পাঠকমহলে ব্যাপক নন্দিত হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআসুন শীতার্তদের পাশে দাঁড়াই – আবু জাফর সিদ্দিকী
পরবর্তী নিবন্ধ“আমাদের নাটোর প্রাণের শহর”- মি.পাপ্পু আহমেদের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে