আমি ভালো নেই- কবি শাহিনা খাতুনের কবিতা

0
778
Shaheena Ronju

আমি ভালো নেই- শাহিনা খাতুন

চাঁদ সুরুজ আঁকাশ মাটি
আছে সুন্দর হয়ে নতুনের অপেক্ষায়
আমি পুরাতন হয়ে যাই।
আমার চোখ ঝাপসা হয়ে আসে
শ্রবণশক্তি কমে যায়
দুঃখের ভারে নুয়ে পড়া মন
অকারণ ভালবাসা খুঁজে বেড়ায়
শিশু বেলাকার মতো শুধু গ্রাহ্যের প্রহর
ফিরে পেতে ভারাক্রান্ত হয়ে যায় সব।
ভালো থেকো চাঁদ আমি ভালো নেই
ভালো থেকো আঁকাশ আমি ভালো নেই
ভালো থেকো সুর্য আমি ভালো নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা রোগীকে ঘৃণা নয় – গোপাল অধিকারী
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে ঈদসামগ্রী উপহার পেল ৬শ’ শিক্ষার্থী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে