গুরুদাসপুরে ঈদসামগ্রী উপহার পেল ৬শ’ শিক্ষার্থী

0
560
Eid

 সন্দীপ কুমার, গুরুদাসপুর,নাটোরকন্ঠ: করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণায় নাটোর ঘোষণায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির অর্থায়নে ৬শ’ শিক্ষার্থীর পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় এ উপলক্ষে ওই স্কুল ক্যাম্পাসে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ স্কুল পরিচালনা কমিটির সদস্য সরদার জালাল উদ্দিন, আব্দুস সামাদ, কলিমুদ্দিন, আব্দুর রহমান, জিল্লুর রহমান প্রমূখ। জানা যায়, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও ঈদসামগ্রী উপহার দেন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ২শ’ টাকা প্যাকেজের লাচ্চা, সেমাই, চিনি, গুড়া দুধ ও আটার প্যাকেট বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে শিক্ষার্থীর অভিভাকরা স্বাগত জানিয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমি ভালো নেই- কবি শাহিনা খাতুনের কবিতা
পরবর্তী নিবন্ধজুয়েলারি দোকান খুললে ৫০ হাজার টাকা জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে