“আর আমাদের অসুখ নেই”-কবি বেনজির শিকদার`এর কবিতা

0
298
www.natorekantho.com

“আর আমাদের অসুখ নেই”

কবি বেনজির শিকদার

আর আমাদের অসুখ নেই
আমরা ভালো হয়ে গেছি
লুইজিয়ানা স্টেট্ ক্যাপিটাল বিল্ডিং এর পাশে
ছোট্ট একটি গ্রাম
নাম স্প্যানিশ টাউন
সেই গ্রামের ছোট্ট একটি ভুতুড়ে রুমে রাত্রি যাপন !
ঘন বৃষ্টি, সাথে বাতাসের তান্ডব,
কাক ডাকা ভোরে খালি পায়ে
ভেজা দূর্বা ঘাসের উপর দিয়ে হেটে বেড়ানো
অতঃপর রিভার বোট ক্যাসিনো,
রিভার ফ্রন্ট প্লাজা, শো সেন্টার ফর দ্য আর্টস,
লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি,
ক্রিক সিটি পার্ক, ক্যাপিটাল বিল্ডিং,
রাতের আকাশে চাঁদের মিতালি,
স্বচ্ছ জলে হাঁসেদের ডুব সাঁতার,
পানকৌড়ির খাদ্য সংগ্রহ ইত্যাদি দেখে দেখেও
আমরা ক্লান্ত হইনি, দিব্যি সুস্থ !
সুনীল বাবু দেখে নিক,
নীরার জ্বর সারাবার জন্য অনিমেষের দেয়া
চুমুর চেয়েও ঢের বেশি চুমুর পাল-পোষ আমাদের
আমরা হাত ধরে দেখি লুইজিয়ানা লেক,
দেখি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার
দীর্ঘতম নদী মিসিসিপি
মাথা ব্যাথা, জ্বর কিংবা প্রেসারকে তুড়ি মেরে
উড়িয়ে দিয়ে প্রাণের তাপে
আমরা লিখে যাই ভালো থাকার গল্প !

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বস্ত্রহরণ “-অনুপম সৌরিশ সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধ“ধর্ষণ, একটি সমাজের ভেঙেপড়ার চিত্র” – আহমেদ শিপলু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে