আয়না – কাজী সোহেল এর কবিতা

0
215

আয়না
কাজী সোহেল

নগরে শ্রাবণস্নিগ্ধতা
নামাতে পারে এই চোখ
দেখো রোদ্দুর চিরে বৃষ্টি নেমেছে অঝোর।

শোনো নগরিক, এখানে নয়-
যেখানে প্রকৃতি মেতেছে আড্ডায়
পাহাড় নদী আর বনের সীমানায়
চোখে রাখো চোখ
প্রকৃতিকে দেখবে তুমি শ্রেষ্ঠতম আয়নায়…

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর জেলায় বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময়
পরবর্তী নিবন্ধমহালয়ায় জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা -দেবাশীষ চৌধুরী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে