“ঈশ্বরের সঙ্গে”- কবি সমরজিৎ সিংহ-এর কবিতা

0
304
সমরজিৎএনকে

ঈশ্বরের সঙ্গে
সমরজিৎ সিংহ

ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছিল নিমতলা ঘাটে ।
বললেন, লিখে কি হবে তোমার ? বই হবে কোনো ?
হাসলাম । এ ছাড়া উপায়, সত্যি, নেই ।
চুপ করে রইলে যে, বল !
কি বলব তাকে ? যে সকল লেখা উইয়ের খাদ্য,
ধুলির চেয়েও নিম্নতর, তা ছাপবে কেন লোকে ?
কিনবে কে ? লাইক, বাহবা যারা দেয়,
তারা ভার্চুয়াল । সেলেব হইনি, যে, লাইন ধরে,
কিনতে আসবে । বললাম, কেন প্রশ্ন করছেন ?
তার চেয়ে চলুন, ছিলিম রেডি, টানি ।

তিনি হাসলেন । এই ভালো । চল, দু’জনে চিতায়
বসে, কয়েক ছিলিম টানি ।
তারপর, সব ভুলে যাবে । সত্যিই কি ভুলে যাব ?
ঈশ্বর সম্পর্কে লেখা, সব ভুলে যাব ?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ঘোষণাপত্র” -এম. আসলাম লিটনের কবিতা
পরবর্তী নিবন্ধ“মিথিলা সংক্রান্ত জটিলতা-১০”-সালেহীন বিপ্লবের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে