“ঘোষণাপত্র” -এম. আসলাম লিটনের কবিতা

0
535
লিটন-এনকে

ঘোষণাপত্র
-এম. আসলাম লিটন

আমি অতো ভাল মানুষ নই-
আমার ফ্লোরোসেন্ট হলুদ শার্টের নীচে যে মাংসল বক্ষ
বক্ষের ভেতরে যে রাতুল রক্তাক্ত হৃদপিণ্ড
হৃদপিণ্ডের ভেতরে লুকায়িত থিকথিকে ঘা
সেই ঘায়ের ভেতর কিলবিল করে অসংখ্য নরকের কীট!

সুতরাং অতো ভাল মানুষ নই আমি-
স্বর্গের দেব নই, মর্তের সাধু!
অন্তরালে কাঠি নাড়ে ইন্দ্রের যাদু!
রাত্রির কৃষ্ণ-গহ্বরে, কাকডাকা ভোরে
আমার দেহেও কিলবিল করে লবণাক্ত কেঁচো
কারো সুডৌল বুকে বাসা বুনে বসবাসরত
জোড়া কবুতরের দিকে হাতদুটো কিসকিস করে-
ফিসফিস আড়ালে, হৃদপিণ্ডের ধুকপুক তালে
সিগারেটে পোড়া ঠোঁট ঝুঁকে যায় কারো কারো কিংসুক গালে-
মাছের গন্ধ পেলে মিউ মিউ উঁকি মারে থলের বেড়াল!
রাক্ষস ভর করে কাল থেকে কাল…!

আমি কি মানুষ! নাকি অন্যকিছু?
কারো কারো মনে ফোটে প্রশ্নের খই
হ্যাঁ, মানুষ! তবে ভাল মানুষ নই…!

সহজ স্বীকারোক্তি দিলাম, বুঝে নিও.. জেনে নিও…
মাঝে মাঝে খোঁজ নিও…
আর প্রতিরাতে স্নান করো সত্যের আগুনে;
শিল্পিক মাকড়সার মত জাল যেও বুনে!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ধর্ষণ, একটি সমাজের ভেঙেপড়ার চিত্র” – আহমেদ শিপলু
পরবর্তী নিবন্ধ“ঈশ্বরের সঙ্গে”- কবি সমরজিৎ সিংহ-এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে