উল্লাস এক স্বপ্ন সাধের – কবি কাজী আতীক এর কবিতা

0
219
Qazi Atiq

উল্লাস এক স্বপ্ন সাধের/
কাজী আতীক।

এ যেনো এক আচমকা ভোর
এখনো যদি রাত গভীরের ঘুম কাতুরে চোখ
কুয়াশা কুয়াশা ঘোর লাগা সব ঝাপসা দৃশ্যপট
তবু রাত্রি শেষ- জানান দিচ্ছে পূব আকাশের আভা
বুক জুড়ে তার প্রভাতি আলোর উদ্ভাস উন্মেষ।

উল্লাস খুব স্বপ্ন সাধের সুখ সুখ এক ইচ্ছে যেনো
হ্যাঁ, বুঝতে পারার আগেই দেখি
ছেলেটা আমার আমার বড়ো হয়ে গেলো
মাউস কীবোর্ড আর জয়স্টিকে খেলাধুলাতো অনেক হলো
এবার একটা পরীর সাথে সখ্য গড়ার সময় হয়ে এলো।

যদিও এখোন ভীষণ রকম সংকট সময় পৃথিবীর
তাই বলে কি জীবন কখনো থেমে থাকাবে স্থির?
জীবন চলুক নাহয় তার পর্যায়ক্রমিক অনিবার্যতা মেনেই।

(নিউ ইয়র্ক, ৪ সেপ্টেম্বর ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনায় প্রাণ গেলো আরেক এএসআই এর, শোক প্রকাশ
পরবর্তী নিবন্ধপরের বউ (পর্ব-০৬)-তন্ময় ইমরানের গল্প (প্রাপ্ত বয়স্কদের জন্য)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে