একটি প্রশ্ন ?- রফিকুল ইসলাম নান্টু

0
559
Namaj

একটি প্রশ্ন ?- রফিকুল ইসলাম নান্টু

ইতোমধ্যে করোনা ভাইরাস কভিট’১৯ বিস্তার রোধে জনসাধারণের নিজ ঘরে আবস্থান নিশ্চিত করতে ঘরেই নামাজ আদায়ের অনুরোধ সহ মসজিদে ওয়াক্তে অনধিক ৫ জন ও জুম্মায় অনধিক ১০ জন শারীরিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করা যাবে মর্মে নির্দ্দেশনা জারি হয়েছে।এবং আসন্ন রমজানের তারাবিহ্ নামাজ নিজ নিজ বাড়িতেই আদায় করার জন্য ঘোষনা করা হয়েছে।
যেহেতু আমাদের এলাকায় প্রায় সকল মসজিদেই খতমে তারাবিহ নামাজ আদায় হয়ে থাকে তাই যারা রমজানে নিজে কোরআন তেলায়ত করে খতম দিতে পারেন না, তারা পুরো রমজান মাস তারাবিহ্ নামাজে শরিক হয়ে হাফেজ ছাহেবদের কন্ঠে কোরআন শুনে ছওয়াব হাছিল করতে চান।
মহল্লার প্রায় সকল মুসল্লিই মসজিদের মাইকের শব্দের আওতায় বসবাস করে।
প্রশ্ন হচ্ছে, আসন্ন রমজানের তারাবিহ নামাজে মাইক ব্যবহার করা যাবে কি না? এবং সেই শব্দ বা তকবির শুনে নিজ ঘর থেকে ঈমাম ছাহেবের সাথে একতাদা করে নামাজ আদায় করা যাবে কি না? সে সম্পর্কে মাসলা মাসায়েল কি? জানতে চাই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবনপাড়া পৌরসভার পক্ষ থেকে লকডাউন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন ওসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে