বনপাড়া পৌরসভার পক্ষ থেকে লকডাউন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0
476
লকডাউন

বনপাড়া পৌরসভার পক্ষ থেকে লকডাউন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

নাহিদুল ইসলামঃকরোনাভাইরাস এর প্রভাবে লকডাউন করা পরিবারগুলোর মাঝে বনপাড়া পৌরসভার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঢাকা থেকে আগত পরিবারগুলো চিহৃিত করে লকডাউন করা হয়েছে এবং বাড়ী বাড়ী গিয়ে চাল,ডাল,আলু,রসুন,মরিচ,
পিয়াজ, তেল,লবন,মাছসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ (১৯ এপ্রিল) রবিবার সকালে বনপাড়া পৌরসভার পক্ষে ১২নং ওয়ার্ডে ৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ দুলাল হোসেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি আব্দুল গফুর মৃধা।
ভ্যানে করে লকডাউন পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে দূরত্ব বজায় রেখে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন- করোনা ভাইরাসের কারনে পৌর এলাকার যেসব অসহায় দিনমজুর পরিবার বের হতে পারছেন না তাদের ত্রানসামগ্রী বিতরণ করা হচ্ছে।তাছাড়া ঢাকা থেকে যে সমস্ত লোক বনপাড়া পৌর এলাকায় এসেছেন তাদের চিহ্নিত করে এ পর্যন্ত মোট ১৪টি বাড়ি লকডাউন করে তাদের খাদ্যও নিশ্চিত করা হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়িতে থাকার আহ্বান জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনার দুর্যোগে ধান কাটা নিয়ে শঙ্কায় চলনবিলের কৃষক
পরবর্তী নিবন্ধএকটি প্রশ্ন ?- রফিকুল ইসলাম নান্টু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে