একটি স্নেহার্দ্র চুম্বন -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
138
বনশ্রী বড়ুয়া রুমি

একটি স্নেহার্দ্র চুম্বন

কবি বনশ্রী বড়ুয়া

পথ চলতে গিয়ে কোথাও একটা স্নেহার্দ্র চুম্বন পাইনি,
শুকিয়ে যাওয়া রোদ্দুর আমার কণ্ঠনালী চেপে
বের করেছে নিরহ নিঃশ্বাস।
বাস্তুভিটার কোথাও প্রশান্তির পালক ছিল না
মুখ গুঁজে রাখার মতো ছিল না লোমশ বুক,
মুখোশের আড়ালে অবাঞ্চিত আরও কিছু মুখোশ
আমাকে ক্রমশ ঠেলে দিয়েছে অগ্নিকুণ্ডে।
আকাশ ভেবে ছায়াটার নীচে দাঁড়াতেই
নরোম মাংসল তনুর ঘ্রাণ নিতে হামলে পড়েছে
তেজী শকুন ও কয়েকটি অবিশ্বাসী কুকুর।
ফুটপাতের অবৈধ দোকানগুলোর মতো
উপড়ে নিতে চেয়েছে আমার বিষ দাঁত।
রোদ্দুর লুট করার আগে
তাদের মুখে ছিটিয়ে দিয়েছি একদলা থু থু।
শুধু একটা স্নেহার্দ্র চুম্বন চেয়েছিলাম
বিনিময়ে চেনা হাতের লালসায় নির্মম
ঝড়ের গ্যাড়াকলে আমি আজ দলিতমথিত।
মন্দির বেদী ছুঁয়ে এত প্রদীপ!
তবু অন্ধকার কেন?
আলো ঘুরে ফিরে কেন ফিরে যায় উরু,
ঠোঁট, স্তন কিংবা ঊরুসন্ধি মাঝ বরাবর?

শ্রী…

Advertisement
উৎসবনশ্রী বড়ুয়া রুমি
পূর্ববর্তী নিবন্ধভুলিয়ে দাও -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে বিয়ের রাতে যুবক গ্রেপ্তার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে