এবারের একুশে বইমেলায় এলো জাকির তালুকদারের উপন্যাস ‘কবি ও কামিনী’

0
549

নাটোরকন্ঠ:

এবারের একুশে বইমেলায় এলো আরবী কবি ইমরুল কায়েসের কবিতা, প্রেম, যুদ্ধ নিয়ে লেখা জাকির তালুকদারের উপন্যাস ‘কবি ও কামিনী’। উপন্যাসটি প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশন। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলাতে স্টল নম্বর ৭০৭ তে।

বইটি সম্পর্কে লেখকের মন্তব্য- “আইয়ামে জাহেলিয়া অন্ধকার। কিন্তু কবিতায় উজ্জ্বল যুগ। সেই যুগের শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস।
আল মালিকুদ দিল্লিল (ভবঘুরেদের রাজকুমার) ইমরুল কায়েস। কাবার গায়ে ঝুলানো আসসাবউল মুয়াল্লাকা(ঝুলন্ত কবিতা)র কবি ইমরুল কায়েস। সেই কবির কবিতা, প্রেম, যুদ্ধ নিয়ে লেখা আমার উপন্যাস ‘কবি ও কামিনী’।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“কোথাও নেই আমি” কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“সময়ের চিঠি”- দেবাশিস সরকারের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে