“কোথাও নেই আমি” কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
770
www.natorekantho.com

“কোথাও নেই আমি”

কবি সুপ্তি জামান

কিছু বেদনা গোপন করে অন্তরে লুকিয়ে রাখি
কিছুতেই বুঝতে দেই না
আমিও যে জানি তোমার অন্তরের, কোথাও নেই আমি!
আমি বেদনায় নীল হয়ে যাই।
তবুও তুমি ডাকলেই যাব আমি
কিছুতেই বুঝতে দিব না
আমি জানি তোমার অন্তরের কোথাও নেই আমি
আমি আবার বেদনায় নীল হবো
তবুও তুমি ডাকলেই আমি যাব।
রক্ত মাংশের নরম পেলব শরীরে
কেমন করে থাকে প্রস্তর হৃদয়!
জানি তোমার অন্তরের কোথাও নেই আমি
তবুও তোমার ডাকে সাড়া দিব বার বার
হয়তো আমাকে ধারণ করার অন্তর তোমার নেই।
অথচ তুমি আছ অন্তরজুড়ে, বুকের জমিনে আসন পেতে।
আমার হৃদয় ঐ আকাশ ছাড়িয়ে যাওয়া আকাশের মতো
তুমি ডানা মেলে দিও বন্ধু
তুমি ডাকলেই আমি ছুটে ছুটে যাব
আমি জানি তোমার হৃদয়ের জমিন শুষ্ক মরুভূমি
ওখানে কারো জন্য এক ফোঁটা জল নেই
এক ফোঁটা সবুজের লেশমাত্র নেই।
ও হৃদয়ে চাষ হয় কেবল প্রয়োজন
মরুভূমির বুকে যেমন ক্যাকটাস।
ক্যাকটাসেও লাল নীল ফুল ফোঁটে,
তোমার হৃদয়েও চাষ হয় হাইব্রিড গোলাপ
যখন যাকে খুশি বিলিয়ে দাও রাশি রাশি।
আমি জানি তোমার হৃদয়ে কোথাও নেই আমি
প্রয়োজনে ডেকো প্রিয়
তোমার কাছে ছুটে যাব বার বার
বুঝতেও দিব না
আমিও যে জানি, তোমার হৃদয়ে কোথাও নেই আমি
কোথাও নেই আমি!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমা সরস্বতী বিসর্জন! ও কিছু কথা (ভিডিও সহ)
পরবর্তী নিবন্ধএবারের একুশে বইমেলায় এলো জাকির তালুকদারের উপন্যাস ‘কবি ও কামিনী’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে