কবির কষ্ট -কবি গোলাম কবির‘এর কবিতা

0
446
Golam Kabir

কবির কষ্ট

কবি গোলাম কবির

শুধু আমার কবিতা নয়, আমাকেও পড়,
পড়ে দ্যাখো কত বড় কষ্টের জলপ্রপাত
রয়েছে এই মনের গহীনে।
যাকে খুঁজে ফিরছি আজীবন,
তাকে না পাওয়ার শূন্যতা বুকে নিয়ে
আমার হৃদয়ের নীল কষ্ট গুলো এখন
মেঘ হয়ে সুনীল আকাশে ভাসছে।
মাঝে মাঝে বিনিদ্র রজনীতে ইচ্ছে হয়
চিৎকার করে কাঁদি কিন্তু পারি না তা,
কান্না গুলো দলা পাকিয়ে কণ্ঠ রোধ করে থাকে।
আমার কষ্ট গুলো কবিতায় তুলে দেবো
পাঠকের সামনে ভেবে লিখতে বসি
অথচ তাও পারি না,
খালি কাটাকাটি করতে থাকি আর-
অক্ষমতায় নিজেরই চুল ছিঁড়ি বারবার।
কবির কবিতায় শুধু আনন্দের আশ্রমই নয়,
আছে দুঃখের দীর্ঘতম সমুদ্র,
সেখানে ও একটু ঘুরে সাঁতরে এসো,
দ্যাখো তল পাও কি না?

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধদীপ্ত টিভিতে ১৪ জানুয়ারি থেকে আসছে নতুন তুর্কি ধারাবাহিক ‘‌এলিফ‘‌
পরবর্তী নিবন্ধশরবাংলা -আসাদ জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে