কবি দেবাশীষ সরকারের ” ক্লান্তিহীন ভোর “

0
212

ক্লান্তিহীন ভোর / দেবাশীষ সরকার

বাধ্যনুগত অন্যায়ের সাথে আপোষ করতে করতে আজ ভুলে যাচ্ছি হৃদয়ের মাপকাঠি,তবুও আমি বেঁচে আছি আজীবন। আর ক্লান্তিহীন অসুখ আমাকে তারা করে ফেরে নরকের দুয়ার অব্দি। এখানে কুৎসিত বাতাবরনে ঢেকে গেছে সত্যের মাপকাঠি, আড়ালে আবডালের সুতীব্রঅনুভব আলোয়ে এসে হঠাৎ অসহ্য হয়ে যায় যুদ্ধবাজ সময়ের স্পর্শে। ধর্মের ষাঁড় আর নব্যউর্বশীদের পাশাপাশি নিষিদ্ধ বসবাস মানচিত্র দখলের বর্ণিল লড়াইয়ে। তেতাল্লিশ বছর পেড়িয়ে গেলেও হয়নাদের পরিচয় আর বিচার নিয়ে প্রকাশিত হয় সত্য-মিথ্যার শঙ্কা,রাস্তা-ঘাটে নিরপরাধের মৃত্যু হলেও নরখাদকদের বিচারিক কাজ নিয়ে প্রশ্ন তোলে সেজে থাকা কিছু প্রগতিশীল ভন্ড, আইনের আশ্রয়ে খুন হওয়ার পর তদন্তে বাদ পড়ে যায় খুনি-ঘাতকের নাম। তাইতো আজো সারা রাত জেগে জেগে টুপটাপ ঝড়ে পাড়া মধুমঞ্জুরীগুলো জমিয়ে জমিয়ে ক্লান্ত হই নতুন ভোরে অযথাই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় লাকডাউনে দোকান খোলা রাখায় জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোরে গোয়াল ঘরে তেলের খনি!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে