নাটোরে গোয়াল ঘরে তেলের খনি!

0
271

নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী সিরাজুল ইসলামের গোয়াল ঘরে মিলল ৭’শ লিটার বোতলজাত সয়াবিন তেল। সোমবার সন্ধায় উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রাম থেকে ওই তেল উদ্ধার করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির ওই অভিযান চালান। পরে তিনি অবৈধ মজুদের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত তেল স্থাণীয়দের মাঝে পূর্বমূল্যে বিক্রি করেন।

জানাযায়, উপজেলার জোনাইল বাজারে থানা পুলিশের সহায়তায় মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় তিনি খবর পান শাহানা ট্রেডার্সের মালিক সিরাজুলের বাড়িতে সয়াবিন মজুদ আছে। পরে তার গ্রামের বাড়ি চৌমুহানে অভিযান কালে গোয়ালঘরে মজুদ ৭’শ লিটার সয়াবিতন তেল উদ্ধার করা হয়।

পরে অবৈধ মজুতকরণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর‘এর সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, এধরনের অসাধু ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবি দেবাশীষ সরকারের ” ক্লান্তিহীন ভোর “
পরবর্তী নিবন্ধনাটোরে লকডাউনে ঢিলেঢালা ভাব

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে