কামাল খাঁ’র দুটি নতুন কবিতা

0
534
কামাল খাঁ

উদ্ভিদের কাছে

কামাল খাঁ

আশারাখি আর ফিরে আসি আমাদের মাঠের কিনারে, শষ্যের কাছে ;
যেভাবে ঘুড়িতার হেলেদুলে ফিরে আসে লাটাইয়ের কাছে, ঘাসের ওপর।
এতটাই সন্নিকটবর্তী আমি, নিঃশব্দে পা ফেলি শীতের কুয়াশায় ভেজা ঘাসের ভেতর আর শস্যের ফুল ফোটা দেখি।
লতিয়েওঠা শীতের মাচার কাছে যাই, আনাজ হাতিয়ে দেখি।
প্রথমত কিছুটা পর পর লাগে – কিছুকালবাদে সবকিছু ঠিক হয়ে আসে। আসলে আমি একটা লতার কাছে খানিকটা শিক্ষা নিতে চাই।
ফুল ফোটার প্রকৌশল লুকিয়ে লুকিয়ে দেখে দেখে কোনকিছু রপ্ত করবার গোপন ইচ্ছায় আমি ওঁৎ পেতে থাকি যেন বিড়ালের মতো।
ফুলের কাছে, ফসলের কাছে শিখে শিখে নোটবুক ভরে লিখে ফেলতে চাই।
আসলে আমি উদ্ভিদের কাছ থেকে ফুলের মতো একটি কবিতার রচনাকৌশল শিখতে চাই।

ব্লুটুথ

কামাল খাঁ

ভুল চিত্রকল্পে কবিতা লেখা হচ্ছে ভাইয়া
তুমি জানো না ।
নদীর আত্মা আর নদীর কাছে নেই ;কেবল পাখিরা জানে তাই তারা মৌন, নিরুত্তর
তবু পাখিদের কোলাহল হুবহু নকল করে বাজারে ব্লুটুথে গান পারাপার হচ্ছে।

অথচ একদিন আমাদের কোন ব্লুটুথ ছিলো না, যান্ত্রিক পারাপার ছিলো না
পাখিরা আমাদের কাছে আসতো গান গাইবার জন্য, এখন আর আসে না।
নদীর জলস্রোত আর দেখবার প্রয়োজন নেই, স্ক্রিনে সবকিছু দেখে নিচ্ছে আমাদের স্কুল পড়ুয়া বাচ্চারা।
প্রজেক্টরে চাষবাস কৃষিও কৃষক দেখে নিচ্ছে ফসলও আগাছা বিষয়ক ধারনা নিচ্ছে আর একটি নদীর ভুল চিত্র দেখছে যার আত্মা নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅনুষ্ঠিত হলো ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র ‘ ১০৯ তম মাসিক সাহিত্য আসর
পরবর্তী নিবন্ধনাগেশ্বর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে