কিছু বলার না থাকলে -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা

0
303
Srabani Gupta

কিছু বলার না থাকলে

কবি শ্রাবণী গুপ্ত

কিছু বলার না থাকলে আমি চুপ করে থাকি
তুমি বিষাদ গুনে তাড়াতাড়ি বাড়ি ফেরো
দেরীকে ভয় নেই আমার
ভয় না ফেরা রাতের তারাদের
এখনও নক্ষত্রের আলোয় হলদে রাতেরা কথা বলে,
আমি চুপ করে থাকি
কিছু বলার না থাকলে আমি চুপ করে থাকি
তুমি এসে পাশে বসো
আমি কপালের ভাঁজ গুনি…

Advertisement
উৎসSrabani Gupta
পূর্ববর্তী নিবন্ধসুখেরও কষ্ট আছে -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে