নাটোরে দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

0
218

স্টাফরিপোর্টার নাটোর

নাটোরে দখল দারদের হাত থেকে জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে একটি পরিবার।দুপুরে শহরের একটি সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানায় পরিবারটি।

সংবাদ সম্মেলনে হাজেরা বেগম নামে এক নারী দাবি করেন,তার বাবা হযরত আলী ১৯৫৮ সালে নরসিংদী থেকে নাটোরে এসে শহরের হরিশপুর এলাকায় ১ একর ৪৬ শতক জমি ক্রয় করেন।পরবর্তীতে সেখান থেকে ১২ শতক জমি স্থানীয় ব্যবসায়ী রহমত আলীর কাছে বিক্রি করেন।কিন্তু রহমত আলী জমি মালিকদের উচ্ছেদ করে পূরো জমি দখল করে স্থাপনা তৈরী করেন।জমি ফিরে পেতে মামলা করে ৪৩ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বলে জানান হাজেরা বেগম।সংবাদ সম্মেলনে হাজেরার ভাই-বোন সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকিছু বলার না থাকলে -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা
পরবর্তী নিবন্ধদুলুর ব্যাংক হিসাব জব্দ করায় সিংড়ায় বিএনপির প্রতিবাদ সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে