গণ ধোলাই -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা

0
372
Shahara Khan

গণ ধোলাই

কবি শাহারা খান, যুক্তরাজ্য প্রবাসী

সদর রাস্তায় ফেলে ওরা,
জিন্দা মানুষ করছে লাশ।
নিষ্টুর এইসব দৃশ্য দেখে,
বুক ফেটে আসে দীর্ঘশ্বাস।
কি কারণে মারছে ওরা,
খুঁজে দেখেনা তার কারণ।
একজন মারা শুরু করলে,
আরেকজন এসে করেনা বারণ।
দোষের বিচারে আইন থাকলেও,
গণ ধোলাই দেয় এ কেমন রীতি?
মানুষ হয়ে মানুষের প্রতি,
নেই কেন একটু প্রীতি?
দোষী কি কেবল শাস্তি পায়?
নির্দোষীও পায় না রেহাই।
সত্য,মিথ্যা যাচাই না করেই,
ইচ্ছেমতো দেয় গণ ধোলাই।
কি কাজটা করছো তোমরা,
বিবেকটাকে প্রশ্ন করো একবার।
মানুষ হয়ে মানুষের প্রতি,
কেমনে মানায় এই অবিচার?

 

Advertisement
উৎসShahara Khan
পূর্ববর্তী নিবন্ধরোদ্দুরের মায়া লিপি -যুক্তরাজ্য প্রবাসী, কবি নূরজাহান শিল্পী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের ইউএনওদের নিরাপত্তায় অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে