রোদ্দুরের মায়া লিপি -যুক্তরাজ্য প্রবাসী, কবি নূরজাহান শিল্পী‘এর কবিতা

0
447
Nurjahan Rahman

রোদ্দুরের মায়া লিপি

যুক্তরাজ্য প্রবাসী, কবি নূরজাহান শিল্পী

কিঞ্চিৎ আলোয় মেঘের ছায়া।
কর্নিয়ার জলে এক সমুদ্র শোক।
অনুভূতির উঠোনে অনাহুত তীব্র দহন।
তোমার অনুভবের নদীতে ডুবুরি আমি
খুঁজে নেই অগনিত মুক্তোর মণি।
তোমার প্রবল আকাঙ্খার জলোচ্ছ্বাসে
সুর তুলে আমার স্বপ্নের ধ্বনি-প্রতিধ্বনি।
সানন্দা পৃথিবী সাজে শব্দের আঁচলে।
সন্ধ্যার আলোক মাখা
প্রেমের কাব্য রচিত হয় সমর্পণে।
শিশিরে স্নান সেরে পদ্মপাতায়
তৃষিত ইচ্ছাগুলো জ্যোৎস্না পোহায়।
মোহাচ্ছন্ন ক্ষণ লুকিয়ে যায় গহন ছায়ায়।
মায়াশ্রু নয়নে ডুবে যায় নীল প্রলেপী রাত।
আর আমি বেলান্তের শেষ পাতায়
রোদ্দুরের মায়া লিপিতে খুঁজে বেড়াই তোমায়।

কবি নূরজাহান শিল্পী, সম্পাদক, বাংলাভাষী পোর্টাল, সাহিত্যের পাতা, যুক্তরাজ্য।

Advertisement
উৎসNurjahan Rahman
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন চেষ্টা: মানা করায় প্রহরীর স্ত্রীকে মারধর
পরবর্তী নিবন্ধগণ ধোলাই -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে