“গাহি সত্যের গান” এম,উদ্দিন এর কবিতা 

0
441

“গাহি সত্যের গান” এম,উদ্দিন এর কবিতা

ধরোনী তোমাতে জেঁকে বসেছে মিথ্যার আগ্রাসন,
সত্য আজ নির্বাসিত সলিল শিহরণ ।

নিমজ্জিত মনুষত্ব্য আজ মিথ্যার গহব্বরে
ক্ষীণস্বরে অশ্রুবিহীন সত্য কেঁদে মরে,

বিশ্বের যত তখতো-তাউস খ্যাতি বিচারালয়
মিথ্যার ক্লেদাক্ত উর্ধশ্বাসে সকলি করছে জয়।
হায় রে ! মানব আজি মহামানব চিনলিনা
চিনলি সখের কাজী ?

বিশ্বের যিনি সৃষ্টির সেরা মহামহীয়ান
তাতেই যত ব্যাঙ্গ-বিদ্রুপ তাতেই অপমান ?
ঢাল-তলোয়ার ঝঙ্কার বাজে নিদ্রা নাহি ধরে
আজও কানে সেই হুংকার শুনি ওহুদ তেপান্তরে ।
কোথায় খালিদ হানজালা বীর আলী হায়দার
সমরাস্ত্র শিরস্ত্রাণ পরে ধরায় এসো আর একবার।
চারদিকে ঐ মানব রচিত বিধান শিকলরাজি
ভেঙ্গে ফেলো ও শিকল, গুড়িয়ে সকল উঠছে ডংকা বাজি ।
মর্ত্বের যত ধনভাণ্ডার স্বর্ণরাজি, পাহাড় সম তায় ,
রণক্ষেত্রে শহীদ সেনার এক মুণ্ডসম নয়।

উড়া বিজয় নিশান উড়া ,ভীতূ জাত নয় মোরা
তিনশো তেরো মুসলিম সেনায় রণ হয়েছে থোড়া ।
বল বীরবল্ চল জোর কদমে চল্ তেজদীপ্ত তরুণদল , শাণীতো ধারে কর ছয়লাব সকল শত্রুদল ।
তৃষ্ণার জল খর্জুরফল ও সকল দাও ছুঁড়ে
শত্রু সেনা বধ কর সব বল্লম বর্ষায় ফুঁড়ে ।

সৃষ্টির তরে আনব মোরা স্রষ্টার বিধান ,
বীর শ্রেষ্ঠ না হয় শহীদের ন্যায়,জীবন করে দান ।
শান্তির নিশান উড়াও আজ ভেঙ্গে শত্রু দল
ইসলামের জয় আনবে বয়ে শান্তি সুনির্মল ।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধধর্মীয় গোঁড়ামি ও বর্তমান প্রেক্ষিত – বুলবুল আহমেদ
পরবর্তী নিবন্ধনাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে