লকডাউন -কবি নূরজাহান শিল্পী‘এর কবিতা

0
286
Nurjahan Rahman

লকডাউন

কবি নূরজাহান শিল্পী

লকডাউন শেষ হলে ছুটে যাবো সমুদ্রের কাছে।
যেখানে ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়বে বালি আর সোনালি জল,
রঙে ভেজা প্রজাপতি গল্প মিতালীতে আসর বসবে।
রুপালি ঢেউয়ের জাল কষ্টের অনুগুলোকে ভাসিয়ে
নিয়ে রোদেলা বালুতে এঁকে দেবো স্মৃতিচিহ্ন।
লকডাউন শেষ হলে উড়নচণ্ডী আমি
সমুদ্র গাংচিলের মতো
ডানা মেলে উড়ব সুদূর দিগন্তে।
প্রকৃতির সতেজ প্রেমের আবাহনে খুলে দেবো
তোমার হাজার বছরের বন্ধ জানালা।
লকডাউন শেষ হলে
কৃষ্ণচূড়ার রঙিন আভায়
নিমগ্ন গোধূলির কাছ থেকে চেয়ে নেবো
বেনামী আবির,
উড়িয়ে দেবো মন থেকে বিষন্ন ভরা সজল চোখের মনি।
লকডাউন শেষ হলে
মুগ্ধ মোহ আঁকা সন্ধ্যে গুলো
আবার আসুক এভাবে।
চোখের তারায় জ্বলে উঠুক অজস্র অজানা ভাবাবেগ।
লকডাউন শেষ হলে-
আবছা আলোয় ললাটে গোধূলি রং মেখে তোমায় ছুঁবো।
ক্ষণে ক্ষণে অনুভূতির মেলায় কিছু পূর্ণতায় হারাবো।
রক্তিম রবির অস্তপারের বেলায়।
আবছা আলোয় পড়ব কবিতা কোমল পল্লভে
অনুরাগের পালক ছড়াবো দখিনা ঝিরিঝিরি বাতাসে।
দীর্ঘশ্বাসের নীলাভ খামগুলো পাঠিয়ে দেবো আকাশের ঠিকানায়।
তুমি পড়ে নিও মেঘের জানালা খুলে।
অচেনা রোদ্দুরে রাঙ্গিয়ে দিও আমার অষ্ট প্রহর।

Advertisement
উৎসNurjahan Rahman
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে পুত্রবধুর নির্যাতনে অসহায় দম্পতি গাছ তলায়
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে প্রধানমন্ত্রীর আহবানে তরুণ আওয়ামীলীগ নেতার বৃক্ষরোপণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে