গ্রাম্যতা -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
165
Aleya Armin Alow

গ্রাম্যতা

কবি আলেয়া আরমিন আলো

ভালোবাসি সবুজ
ভালোবাসি দূর্বাঘাস
ভালো লাগে বুনোঘ্রাণে
গাঁয়ের বাতাস।

ভালোবাসি সরুনদী
দোদুল্যমান কচুরিফুল
ভালো লাগে নদীপাড়ের
মোলায়েম কাশফুল।

জলকাদা ভালোবাসি
ভালোবাসি গাঁয়ের বিল
খুব টানে সেই বিলের
পানকৌড়ি, গাঙচিল।

গ্রাম্যতা ভালোবাসি
অনুভবে জাগে নাড়িরটান
ভালোলাগে কলমির সুবাস
পঁচাপাটের ঘ্রাণ।

আকাশ ভালোবাসি
ভালোবাসি কৃষ্ণ মেঘ
ভালো লাগে বৃষ্টির ফোঁটা
অঝোর আবেগ।

২১-৮-২০২১.

Advertisement
উৎসAleya Armin Alow
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরে কৃষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে