ঘোর – কাজী মোহিনী ইসলাম এর কবিতা

0
208

ঘোর
কাজী মোহিনী ইসলাম

অগভীর অনুভবে অযথাই লেখে সে প্রেমের কাব্য; পাথুরে হৃদয়ে যার মাটির মুগ্ধতা নেই, নেই কোমলতা!
স্ন্যাক ক্যাকটাস হয়ে ফুটি সে পাথর ফুঁড়ে
প্রিয় তার নাইটকুইন কিংবা নিশিপদ্ম হয়ে ফুটবো বলে, নিজেকে নিজেই বদলাই প্রত্যয়ী জীবনবৃত্তে বারংবার।

অথচ সে জলকেলিতে রৌদ্রোজ্জ্বল বালুর হাসিতেই রাখে চোখ!

যেতে যেতে কেন তবে আকাশছোঁয়া কিছু স্বপ্ন রেখে যায়?
জীবনের সমস্ত অধ্যায় ভুলে কেনই বা
ভালো লাগা শিশুতোষ দুষ্টুমিতে ছুটে চলি অরুণ উর্ধ্বমুখে;
কেওক্রাডাং থেকে হিমালয়, গঙ্গোত্রি কিংবা চেকিগো-
মৈত্রীর সব সাঁকো বেয়ে ঘুরে চলি পৃথিবীর সেভেন সামিট!
চোখের আকাশ জুড়ে তার উদাসীনতার হীম ঘোর,জমে থাকে পৌঢ় মেঘ অহেতুক!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে শঙ্খধ্বনি উলুধ্বনি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমানুষের জন্য মানুষ -কবি অনামিকা দত্ত‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে