মানুষের জন্য মানুষ -কবি অনামিকা দত্ত‘এর কবিতা

0
360
Anamika Dutta

মানুষের জন্য মানুষ

কবি অনামিকা দত্ত

মানুষ যদি না হয় মানুষের জন্য
তবে কে বলবে মানুষ জাতি,
প্রাণের মায়া না থাকে যদি
কে হবে দুঃখের সাথী?
মান আর হুঁশ দিয়েই তো
গড়া এই মানব জীবন,
একটির যদি অভাব থাকে
ব্যক্তিত্বের বিসর্জন।
মোহ দিয়ে তো কাটেনা জীবন
যতই ছুটে চলি পিছে,
বৃথায় শুধু হাতড়ে মরি
সুখ খুঁজে বেড়াই মিছে।
জীবন তো নয় স্বেচ্ছায় গড়া
বিধাতারই দান,
তবে কেন তাতে আঁচড় লাগাও
দিয়ে দম্ভের মাণ।
দানের জোরে দেখাও জোর
সৃষ্টির জন্য তো নয়,
ধ্বংসে যে বড়ো নেশায় মাতো
কীসে এতোটা মোহময়?
দিতে যদি পারো একটি প্রাণ
নিও শত, কোটি দান;
মানুষের চেয়ে হবে নাতো বেশি
আর কেউ মহীয়ান।
স্রস্টার দেওয়া মানব জীবন
রেখো বজায় তার মান,
মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি
করে দিও তার প্রমাণ।

Advertisement
উৎসAnamika Dutta
পূর্ববর্তী নিবন্ধঘোর – কাজী মোহিনী ইসলাম এর কবিতা
পরবর্তী নিবন্ধকবি শাহিনা খাতুন‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে