ডন শিকদারের মধ্যাহ্ন সিরিজ

0
221

ডন শিকদারের মধ্যাহ্ন সিরিজ

মধ্যাহ্ন – ১ ( প্রয়োজন )

একটি বিশুদ্ধ মনের খোঁজে
হাঁটি হাঁটি পায়ে
যৌবন পেরিয়ে মধ্যবয়স।
আয়নার প্রতিচ্ছবিতে,
নিজ হৃদয়ে পড়েছে কালসিটে,
ধূলোর আড়ালে ঢাকা পড়েছে
হৃদয়ের স্পন্দন।
প্রয়োজন এক নিঃশ্বাস কার্বন
এক ফুঁয়ে ধূলো উড়িয়ে,
শান্ত আদরে থামিয়ে দেবে,
রক্তাক্ত মনের ছটফট।

মধ্যাহ্ন – ২ ( অর্ধাঙ্গী )

আঁচলে বাধা চাবির গোছার শব্দে
ঘুম ভেঙে,
নায়ক যেমন মুগ্ধ নয়নে নায়িকাকে দেখে,
আমিও সেভাবে জেগে উঠি।
কিন্তু,
নায়িকার জায়গায় আমি দেখি
ঘরের ছাদ ভর্তি মাকড়সার ঝুল।

নরম ঘাসে একসাথে শুয়ে
ছেলেমানুষী তারা গোনা,
মধ্যবয়সী একটি একাকী মানুষ,
সঙ্গী তার আলোছায়া ও একাকীত্ব।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ফসলি জমিতে বন্ধ হচ্ছে না পুকুর খনন! কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের
পরবর্তী নিবন্ধনাটোরে জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে