রমজানের প্রথমদিন ইফতার পৌছে দিলো হ্যাপি নাটোর‘এর স্বেচ্ছাসেবকরা

0
348
হ্যাপি নাটোর

নাটোর কন্ঠ : রমজানের প্রথমদিন ইফতার পৌছে দিলো হ্যাপি নাটোর‘এর স্বেচ্ছাসেবকরা। সিয়াম সাধনার মাস মাহে রমজান। রমজানের প্রথম দিন ছিল আজ। এবারের পবিত্র রমজান করোনা ভাইরাসের কারণে পালনে এসেছে একটু ভিন্নতা। পবিত্র এই রমজানের প্রথম দিন নাটোর স্টেশন বস্তিতে বাড়ী বাড়ী গিয়ে ৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ইফতার।

হ্যাপি নাটোর‘এর স্বেচ্ছাসেবকরা এ ইফতারটি বাড়ী বাড়ী গিয়ে তুলে দেয়। সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, পবিত্র রমজানে ইফতার বিতরণ দিয়ে আমাদের এই নতুন কর্মসূচীর শুরু করলাম। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আগামী রমজান মাস জুড়ে প্রতিদিন অন্তত ৫০ জনের হাতে ইফতার তুলে দিতো পারবো। এছাড়া প্রতিবছর আমরা শিশুদের সাথে ইফতার আয়োজন করলেও এবছর করোনার জন্য না হলেও রমজানের একদিন সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার তুলে দেবার পরিকল্পনা রয়েছে।

Advertisement
উৎসহ্যাপি নাটোর
পূর্ববর্তী নিবন্ধডিজিটাল কার্ডের মাধ্যমে ওএমএস চাল বিতরন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক
পরবর্তী নিবন্ধপ্রথম রোজার প্রথম ইফতার পেলো পথচারী ও ভ্যানওয়ালা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে