তাহার নামে চিঠি -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
309
শ্রী. বড়ুয়া বনশ্রী

তাহার নামে চিঠি

কবি বনশ্রী বড়ুয়া

প্রিয়,
সকাল বিকাল পরচর্চা, কেন রে ভাই শুনি?
মুখে নিয়ে আল্লা’র নাম, কেন পাপের কাঁথা বুনি?
ওরা কাঁঠাল ভাঙুক, পটল তুলুক,
তোমার কি ভাই তাতে?
ওরা না হয় চুরি করুক, দিনে কিংবা রাতে!
ইচ্ছে হলে লিখবো আমি, ইচ্ছে হলেই ছিঁড়বো
ইচ্ছে হলে হুটটা ফেলে রিক্সা করে ঘুরবো।
ইচ্ছে হলে বাদাম খাবো কিংবা চাওমিন,
তবুরে ভাই পরচর্চায় যাবো না কোন দিন।
নিজেকে নিজে রাজা ভাবো কিংবা মহারাণী,
নীতিকথায় তুমিই সেরা,শোনাও প্রেমের বাণী।
আমি তো ভাই খুব সাধারণ,
এত কিসের টানাটানি?
তোমার মতো জ্ঞানী তো নই সেটা আমি জানি।
তুমি না হয় জানো বেশি,
সবকিছুতেই ধার!
আমি না হয় ফালতু একটা, মানছি আমি হার…
তোমার রাস্তা তুমি মাপো, আমার রাস্তা আমি,
আলটিমেটাম দিচ্ছি প্রিয়, মুখোশ!আমিও খুলতে জানি।

শ্রী…

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধবাবা -ছন্দা দাশ‘এর ছড়া
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীর বাড়িতে মানবিক ইউএনও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে