তুই আমার -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
504
Shaheena Ronju

তুই আমার

কবি শাহিনা খাতুন

কোন এক বৃহস্পতিবার
তিনি ভালবাসার দাবী করেন
সেই থেকে বৃহস্পতিবারে সুগন্ধি মেখে
পবিত্র হতে চেষ্টা করি।
অতঃপর বিড়বিড় করে বলি
আমি তোমায় ভালবাসি
তুমি আমার হও আমি তোমার হই।
ভুলিয়ে দেওয়ার আনুষাঙ্গিকতা
আষ্টেপৃষ্ঠে বেঁধে আছে অনুক্ষণ
যদি দেখো অসংখ্য মানুষ তোমার কীর্তন করছে
তবুও আমি নিশ্চিন্ত হয়ে বসে আছি
চলে যায় যাক হাজার কোটি বছর
তুই আমার হয়েই থাকবি।
কোন একদিন গ্রীষ্মের ভর দুপুর
খাঁ খাঁ রোদ্দুর চারিদিকে
পিপাসার্ত হাপিত্যেশে ক্লান্ত সবাই
আমি রোজকার মতোই এলোচুলে
দুচোখ মুদে তোমার অপেক্ষায় আছি
তুমি এসে বলবে দেখতো কে আছে তোর সামনে?
আমি চোখ খুলে দেখবো তোমায়
তোমার অভিবাদনের ফুল খুঁজবো
এলোমেলো ছোটাছুটি দেখে তুমি বলবে
এই দেখ চারিদিকে কত ফুল!
আজ আমার ফুল চাইনা
আজ আমি তোকে বলতে এসেছি
তুই আমারই ছিলি, তুই আমার।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় ৫০ জন কৃষককে মাসকালাই বীজ ও সার বিতরণ
পরবর্তী নিবন্ধঅপ্রেম -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে