অপ্রেম -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
267
শ্রী. বড়ুয়া বনশ্রী

অপ্রেম

কবি বনশ্রী বড়ুয়া

আমি তোমাকে কখনও ভালবাসি নি;
গনগনে সূর্যের তেজে ঘর্মাক্ত, ক্লান্ত,
তৃষ্ণার্ত তোমাকে ওষ্ঠে জল দেয়ার
ইচ্ছেকে মারতে পারিনি বলেই
জলের নিমন্ত্রন পাঠালাম তোমায়।
আমি তোমাকে কখনও ভালবাসি নি;
দখিনের ঘরের চাবিটা পাবার তীব্র আকাঙ্খাকে
বাঁচিয়ে রেখেছি গভীরে,
অধিকারের খেলায় সে চাবি হাত বদল হবে
যেনেও আমি অপেক্ষায় থাকি।
আমি তোমাকে কখনও ভালবাসি নি;
রাতের গল্পে কোকিল ডাকে না,
তবু শিউলির গন্ধে
পাগলামির ঝড়,
হয়ত সুতো ছাড়া জুতো ছাড়া-
এক উন্মাদ প্রেমিকের দৃষ্টিতে রাখে দৃষ্টি।
আমি তোমাকে কখনও ভালবাসি নি;
ছুঁয়ে দেখার বাসনা বাড়ায় ঋণ,
সময়ের কাঁটা যায় চলে;
মেঘ যায় বাড়ি, ঝরায় বারি,
কান্নার স্রোত নামে চোখে,
তবু ছুঁয়ে দেখে মন,
স্পর্শে মাখে প্রেমের সুবাস।
আমি তোমাকে কখনও ভালবাসি নি;
স্নানের নেশায় ঝরনা বেয়ে
আসে পেঁজা তুলো মেঘ,
আশ্লেষে মাখি প্রেম বারবার,
রবে না জানি,
তবু তরী ডুবে যায় সমুদ্র অতলে,
চলতি পথের নোঙর যায় ছিঁড়ে।

শ্রী…

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধতুই আমার -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধস্মৃতির ইলিশ – কাজী সোহেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে