তোমার পথের সাথী হবো -তাহমিনা মুন্নী‘এর ছড়া

0
303
Tahomina Parvin

ছড়া : তোমার পথের সাথী হবো

ছড়াকার : তাহমিনা মুন্নী

তোমায় মনে পড়ে আজও
শেষ বিকেলের একটু আলো
এখন বলো কেমন আছো?
আছি আমি মন্দ ভালো।

ভাবন ভেলার তরী বেয়ে
সময় আমার যাচ্ছে চলে
প্রেম তনুমন আবেশ ছড়ায়
মন কভু না তোমায় ভুলে।

এই দ্যাখো সেই হিজল তমাল
কৃষ্ণচূড়া রং মেখেছে
অপেক্ষারই প্রহর গুনে
কত দিন আর রাত কেটেছে!

এত অভিমানে কেন?
মুখটি তোমার নাও সরিয়ে
তোমার পথেই চলছি হেঁটে
দাওগো তবে হাত বাড়িয়ে!

এসো আবার ফিরে তাকাই
সেই সবুজের মায়াবন
হারিয়ে যেত রৌদ্র খেলায়
তোমার আমার অবুঝ মন।

হাত বাড়িয়ে দিলাম হাতে
নুয়ে পরা এই সময়
সেদিনও ছিলাম আজও আছি
ভালবাসা হয় না ক্ষয়।

এক পৃথিবীর কাব্য কলি
লিখব বলেই সূর্য পাটে
নামলে নামুক আঁধার তবে
বসে আছি নদীর ঘাটে।

ওই নীলাচল আকাশ ছুঁবো
ভাবছো কেন তুমি একা!
তোমায় ঘিরে স্বপ্ন যত
গল্প কথক রুপ রেখা।

এখন আমি পেলাম খুঁজে
হারিয়ে যাওয়া মেঠোসুর
তোমার পথের সাথী হবো
চোখ যায় যাক যতদূর।।

Advertisement
উৎসTahomina Parvin
পূর্ববর্তী নিবন্ধখিরির বৃক্ষ -কবি নুর মহাম্মদ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে পেঁয়াজে আগুন, দাম ১০০ ছুঁই ছুঁই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে