দিকভ্রষ্ট -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
189
Chandana Roy Chakraborty

দিকভ্রষ্ট

কবি চন্দনা রায় চক্রবর্তী

নীল মেঘ আর কিছু বিকেলের বিষন্নতা
প্রাচীণ সম্পর্কের আজীবন কোলাকুলি…
কিছু ব্যথা সময়ের চোরকাঁটা
সহমরণের অনন্ত অপেক্ষায়,
একদিন হয়তো থেমে যাবে সবটা
বুঁজে যাবে হিমশৈলের যাবতীয় করাঘাত।
নিভে যাওয়া পথে
সেদিন যারা বৃষ্টিতে ভিজেছিল,
ভেজা মাটির সুবাস মেখে
তারা আজ কৌশিকী তিথির অপেক্ষায়…
উড়ন্ত কিছু বেনামী বৃষ্টি
আলগোছে লিখে যায় কবিতায় শোক।
এ শোকের রঙে চড়াই উৎরাই
এ শোকের ঢঙে ঊষর মরুভূমি
রোদ্দুরের চুমু ছাপা গালে চোরাবালি গুমর।
যে পথের বাঁকে নাবিকের কম্পাস দিকভ্রষ্ট ।
অস্ফুটে বলে, দিক নাই, দিক নাই, দিক নাই।

 

Advertisement
উৎসChandana Roy Chakraborty
পূর্ববর্তী নিবন্ধনাটোরের শ্রেষ্ট সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হলেন আবু রাসেল
পরবর্তী নিবন্ধনাটোরে আটক ১০ জুয়ারি কারাগারে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে