দ্বৈত সত্তা -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
252
Aleya Armin Alow

দ্বৈত সত্তা

কবি আলেয়া আরমিন আলো

পৃথিবীতে মানব মুখাবয়বের চেয়ে দূর্বোধ্য
আর কিছুই নেই!
বিধাতার সৃষ্টির শ্রেষ্ঠত্বে থেকেও
মানুষ এক বুকেই হরেক রকমের মন পোষতে শিখে,
সরল চোখের গরল দৃষ্টিতে আঁকতে শিখে
মাকড়সার জালের চেয়েও জটিল রহস্যময়তা!
দু’ঠোটের ভাঁজে মিষ্টি বোলের জাদুতে
কিংবা সুনিপুণ হাসিতে গোপন করে যায়
কী ভীষণ রকমের ছলনা!
অথচ, পশুরা আচরণে বন্য হয়েও ছল বোঝে না,
বোঝে না প্রতারণা,
ওরা কেবল প্রেম বোঝে, বোঝে অপরিমেয় মায়া
জ্ঞাণের দম্ভ ওদের ঔদার্যকেও গ্রাস করে না
পোড়ে না ঈর্ষার বিষে,
অথচ, সমাজবদ্ধ জীব হয়েও
দ্বৈত সত্তায় জীবনযাপনে মানুষই সদা পটুত্বের শীর্ষে।

Advertisement
উৎসAleya Armin Alow
পূর্ববর্তী নিবন্ধশেষ কবিতা -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধকবি অসিত কর্মকার‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে