দ্বৈত সত্তা
কবি আলেয়া আরমিন আলো
পৃথিবীতে মানব মুখাবয়বের চেয়ে দূর্বোধ্য
আর কিছুই নেই!
বিধাতার সৃষ্টির শ্রেষ্ঠত্বে থেকেও
মানুষ এক বুকেই হরেক রকমের মন পোষতে শিখে,
সরল চোখের গরল দৃষ্টিতে আঁকতে শিখে
মাকড়সার জালের চেয়েও জটিল রহস্যময়তা!
দু’ঠোটের ভাঁজে মিষ্টি বোলের জাদুতে
কিংবা সুনিপুণ হাসিতে গোপন করে যায়
কী ভীষণ রকমের ছলনা!
অথচ, পশুরা আচরণে বন্য হয়েও ছল বোঝে না,
বোঝে না প্রতারণা,
ওরা কেবল প্রেম বোঝে, বোঝে অপরিমেয় মায়া
জ্ঞাণের দম্ভ ওদের ঔদার্যকেও গ্রাস করে না
পোড়ে না ঈর্ষার বিষে,
অথচ, সমাজবদ্ধ জীব হয়েও
দ্বৈত সত্তায় জীবনযাপনে মানুষই সদা পটুত্বের শীর্ষে।
Advertisement