শেষ কবিতা -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা

0
277
Shahara Khan

শেষ কবিতা

যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান

চাইনা আমি লিখতে কবিতা,
একই বিষয় নিয়ে বারবার।
এত করে প্রতিবাদ করেও,
পারছিনা করতে কোন প্রতিকার।

একের পর এক নারকীয় দৃশ্য,
ছাপছে পত্রিকার পাতায়।
মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম!
বেঁচে থাকা বুঝি হলো দায়।

কি পাষাণ হলে মানুষ করতে পারে,
এমন অমানষিক অত্যাচার।
লজ্জায় মাথা হেট হয়ে যায়,
চাইনা দেখতে এই দৃশ্য আর।

ইতিহাসের পাতায় লেখা আছে,
যত বড় জয় হয়েছে জগতময়।
মাতা,ভগ্নী ও বধূদের ত্যাগ,
নরের চেয়ে কোন অংশে কম নয়।

তবে কেন নারী ইজ্জত হারিয়ে,
সমাজের কাছে হবে ধর্ষিতা?
হে বঙ্গ মাতা তোমার কাছে,
লিখে দিলাম আমার শেষ কবিতা।

Advertisement
উৎসShahara Khan
পূর্ববর্তী নিবন্ধবিরহের পৃথিবী -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধদ্বৈত সত্তা -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে