নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদন্ড

0
231

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদন্ড

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের একমাস পরও উপজেলা প্রশাসনের হাত থেকে রক্ষা পালোনা বর ও বরের বাবা।

জানা যায়, এক মাস আগে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের জহুরুল ইসলামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মনিরা খাতুনের (১৭) সাথে হামলাইকোল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইসরাফিল ইসলামের বাল্যবিয়ে হয়।
আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে সেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান।

এরপর বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭ (১) ধারা অনুযায়ী বর ইসরাফিল ইসলামকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং ৮ ধারা অনুযায়ী তার পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ মোবাইল কোর্টে গুরুদাসপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় আখ চাষীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবর্ণহীন বেদনা -কবি চিন্ময় সরকার’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে