বর্ণহীন বেদনা -কবি চিন্ময় সরকার’এর কবিতা

0
322
চিন্ময় সরকার

বর্ণহীন বেদনা

কবি চিন্ময় সরকার

গলিপথ, মেঠো পথ, সরু পথ পেরিয়ে-
যখন মহাসড়কে পৌঁছি,
পুলকিত হই সামনেই বুঝি গন্তব্য
পরিভ্রমনে দেখি
শুধুই পথ, পথ আর পথ
সেই পথেই গন্তব্য খুঁজে বেড়াই আজো
ছদ্দবেশী মিথ্যেরা ঘনঘন রূপ বদলায়
মিথ্যের উচ্চবাচ্যে আজ সত্য আরষ্ঠ
সত্যরা চাপা পড়ে যায় নর্দমার খালে।
বেদনার রং নাকি নীল!
অদৃশ্য বেদনার আবার রং কিসের?
যে বেদনা একমুঠো ভাত কেড়ে নেয়,
যে বেদনা খ্যাতিমান অভিনেত্রীকেও-
অভাবী বানিয়ে দেয়
সেই বেদনার কোন রং নেই।
বেদনা হলো রংহীন, বর্ণহীন,
গন্ধহীন এক চাপা কষ্ট।

Advertisement
উৎসচিন্ময় সরকার
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদন্ড
পরবর্তী নিবন্ধনাটোরের স্বপ্নজয়ী অভিনেত্রী মমতাজ‘এর স্বপ্নভঙ্গ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে