নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো এসিল্যান্ড

0
275
Asilend

গুরুদাশপুর, নাটোরকন্ঠ: নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ আবু রাসেল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে  উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী এলাকায় মোঃ খোরসেদ আলমের বাড়িতে গিয়ে ওই মেয়ের বিয়ে বন্ধ করা হয়। ১৮ বছর পূর্ণ না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নিয়ে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ আবু রাসেল জানান, বাল্য বিয়ের খবর পাওয়া মাত্রইেআমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় আইন মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবা কে জরিমানা করা হয়। সেই সাথে ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেনা এই মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে গুরুদাসপুর থানা পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধীগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআলোকিত হলো লালপুরের পদ্মার দূর্গম চরের ৩৫৪ পরিবার
পরবর্তী নিবন্ধলালপুরে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে