বড়াইগ্রাম, নাটোর কন্ঠ: নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুকুরে বিষ দিয়ে মাছ মারতে বাধা দেয়ায় পুকুরের প্রহরীর স্ত্রীকে মারপিট করে আহত করেছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা। আহত ওই নারীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুকুর মালিক সাইফুল ইসলাম জানান, গত ৪ বছর আগে পার্শ্ববর্তী উপজেলা গুরুদাসপুরের রওশনপুর গ্রামের একটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করছিলেন। সম্প্রতি বন্যায় পুকুর ভেসে গেলে পাশের পুকুর মালিক রামকান্তপুর গ্রামের ওমর আলী দাবী করেন পাড় ভেঙ্গে তার পুকুরের মাছ সাইফুলের পুকুরে ঢুকে গেছে। এ নিয়ে দুই পক্ষের অভিযোগের প্রেক্ষিতে গুরুদাসপুর থানায় একটি সালিশী বৈঠকে কেউই আগামী দুই মাস পুকুরে মাছ ধরতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু শুক্রবার সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ওমর আলীর ছেলেরা শুক্রবার দুপুরে পুকুরে বিষ দিয়ে মাছ মারতে যায়।
এ সময় পুকুরের পাহারাদার জামাল হোসেনের স্ত্রী হালিমা বেগম দেখতে পেয়ে প্রতিবাদ করলে তাকে মারপিট করে তারা পালিয়ে যায়। আহত হালিমাকে স্থানীয়রা উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পুকুর মালিক সাইফুল ইসলাম।