নাটোরের বাগাতিপাড়ায় ইউএনও অফিসে আসা নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে-ইউএনও

0
347
UNO

সেলিম আহমেদ বাগাতিপাড়া নাটোরকন্ঠ:নাটোরের বাগাতিপাড়ায় ত্রাণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভীড় করা নারী-পুরুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে এমনটা জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াংকা দেবী পাল, সোমবার (৪মে) বিকেলে মুঠোফোনের মাধ্যমে পিয়াংকা দেবী পাল বাগাতিপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের জানান উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ছুটে আসা ৩৬ জন ব্যক্তির আইডি কার্ডের ফটোকপি জমা নেওয়া হয়েছে তাদের মধ্যে দেখা গেছে অনেকেই সরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসছেন,কারো আছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি এগুলো বাদেও অনেকেই করোনা ভাইরাস দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহযোগিতা পেয়েছেন, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল অসহায় ব্যক্তিদের মাঝে আমরা ত্রাণ সহায়তা দেব এ নিয়ে আমাদের ইউপি চেয়ারম্যানদের সাথে কথাও হয়েছে আমরা আশা করছি আগামী দু’দিনের মধ্যে তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে পারবো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঘরবন্দী কণ্ঠশিল্পীকে উপহার দিলেন কালচারাল অফিসার
পরবর্তী নিবন্ধএবার নাটোরের লালপুরে আরো একজন করোনায় আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে