নাটোরের বাগাতিপাড়ায় একজন করোনা আক্রান্ত, জেলায় আক্রান্ত ৭০ জন

0
626
নাটোর করোনা আপডেট
নাটোর কণ্ঠ: নাটোরের দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আজও বাগাতিপাড়ায় এক জনের নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে। আজ যারা করো না আক্রান্ত হলেন তাদের বাড়ি লকডাউন করাসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান। এ নিয়ে নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭০ জন।
নাটোরের সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের প্রকৃত সংখ্যা ৭২ জন। তবে নাটোর সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নাটোরে আক্রান্তের সংখ্যা ৭০ জন। কারণ লালপুরের দুজন ব্যক্তি একজন ঈশ্বরদীতে নমুনা পরীক্ষা করতে দিয়েছেন অপরজন রাজশাহীর বাঘায় নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তারা দুজনেই পজেটিভ এসেছে। জেলায় সর্বমোট ৩৯ জন সুস্থ হয়েছেন। একজন মারা গেছেন। আর ফলাফল পেন্ডিং রয়েছে ৩০০ উপরে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে মিথ্যা অপহরণ নাটক, মা-মেয়ে সহ চার জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅবশেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার কাজ শেষ পর্যায়ে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে