অবশেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার কাজ শেষ পর্যায়ে

0
593
Joly

নাটোরকন্ঠ: নাটোরের বহুল প্রত্যাশিত রাস্তার কাজ দৃশ্যমান সমাপ্তির দিকে একধাপ এগোলো। অভিভাবক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশিত প্রাণের দাবী পূরণ হলো আজ। নাটোর পৌরসভার ৭নং ওয়ার্ডের দাবীকৃত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র উমা চৌধুরী জলি। আজ বুধবার এই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের ফটক থেকে প্রধান সড়ক পর্যন্ত রাস্তা ডুবে থাকতো। বিপাকে ছিলো অভিভাবকরা, এতে করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারতো না।

বিদ্যালয়টি নিচু স্থানে হওয়ায় এবং প্রধান সড়কের পাশে পানি নিষ্কাষণের ড্রেন উঁচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হতো।অভিভাবক-শিক্ষার্থীদের দাবি ছিল রাস্তাটি উঁচু করে দেয়ার।

তারই আলোকে  ৩১.৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৫২ মিটার আর সি সি রাস্তা এবং ১৯২ মিটার কার্পেটিং রাস্তার কাজের ঢালাই কাজ শুরু হলো আজ। দ্রুত কাচটি শেষ হবে বলে আশা প্রকাশ করেন মেযর উমা চৌধুরী জলি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় একজন করোনা আক্রান্ত, জেলায় আক্রান্ত ৭০ জন
পরবর্তী নিবন্ধনাটোরে চোর ও মাদকসেবী সন্তানকে পুলিশের হাতে তুলে দিলো মা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে