নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের দ্বিতীয় দফায় বৃক্ষরোপন কর্মসুচি

0
341
Bagatipara

বাগাতিপাড়া, নাটোরকন্ঠ:- নাটোরের বাগাতিপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে “প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশ ও জীবন বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় দফায় বৃক্ষরোপন কর্মসুচি শুরু করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সার্বিক তত্বাবধানে মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপি বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাগাতিপাড়া উপজেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও একটি ঔষধি গাছ লাগানো হয়েছে।

আজ শনিবার সকালে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসানের বিদ্যুৎ এর নেতৃত্বে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন শান্ত,সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ। ধর্ম বিষয়ক সম্পাদক আলিফ মাহমুদ শান্ত, প্রচার সম্পাদক লিটন আলী সহ উপজেলা ছাত্রলীগের সকল নেত্রীবৃন্দ।আগামীতেও এ বৃক্ষরোপন কর্মসূচি চলমান থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে শনিবার আরো ১৫ জন করোনা আক্রান্ত, জেলায় মোট ২৩০ রেড জোনের দিকে নাটোর
পরবর্তী নিবন্ধখাবে সবাই না-হয় খাবে না কেউ -কবি অভি ওসমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে