খাবে সবাই না-হয় খাবে না কেউ -কবি অভি ওসমান‘এর কবিতা

0
453
Ovi Osman

খাবে সবাই না-হয় খাবে না কেউ

কবি অভি ওসমান

যাদের রক্ত পানি করে চলছে তোমার চাকা
ছুঁড়ে ফেলছো তাদের তুমি কোন বলে
এই মহামারিকালে?
নাই কি তাদের বেঁচে থাকার অধিকারটুকু?
পথের দিকে চেয়ে আছে দেখ ছোট্ট খোকা-খুকু!
নাই কি তাদের অধিকার
ভাত দু’মুটো খাবার?
ওরাও মানুষ,ওদেরও আছে প্রাণ,
আছে বুকভরা ভালোবাসা।
যদি না-খেয়ে থাকে তোমার সন্তান —–
খোলা আকাশের নিচে পড়ে থাকে সটান—-
ভেবেছো লাগবে কেমন?
চাও যদি বন্ধ করতে রিজিক
কর বন্ধ তোমারটা আগে।বুঝবে তখন কেমন লাগে—–
কার জন্য এই কল-কারখানা, এই বালাখানা,
এতো তোরজোড় ——–ও-ভাই মুনাফাখোর!
জানি এসবই তোমাদের কারসাজি এক ——
নিষ্ঠুর খেলা রক্তচোষার।
যদি নিতেই হয় ভাত কেড়ে
কি দরকার কল-কারখানার——
সভ্যতার——
আর এই রাষ্ট্র -ব্যবস্হার?
যাক বাদ পুঁজিবাদ——থাকুক একটি সমাজ
কোনো মানুষ যেখানে খুইয়ে জীবিকা
দেখে মলিন মুখ অনাহারী শিশুর
কাঁদবে না বোবাকান্না ।
খাবে সবাই না-হয় খাবে না কেউ—-

Advertisement
উৎসOvi Osman
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের দ্বিতীয় দফায় বৃক্ষরোপন কর্মসুচি
পরবর্তী নিবন্ধকবি আজাদুর রহমান‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে