নাটোরের বাগাতিপাড়ায় “রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক”এখন ‘রাজ্জাক মোল্লা ভবনে’

0
398
Bank

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার বিহারকোল বাজারে নব নির্মিত ‘রাজ্জাক মোল্লা ভবনে’ “রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক” (রাকাব) এর উপজেলা শাখা স্থানান্তর করা হয়েছে। রবিবার ২১ জুন সকালে ‘রাজ্জাক মোল্লা ভবনে’ রাকাব তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বাগাতিপাড়া শাখার রাকাব মেনেজার আনোয়ার হোসেন জানান, ১৯৮৩ সালের ৩১ জুলাই বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের (বর্তমানে বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়) একটি ভবনের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ছোট পরিসরে তার কার্যক্রম শুরু করে।

বিগত বছরগুলোতে ওই ভবন ছাড়াও আরো দুটি ভবন পরিবর্তন করে ব্যাংকটি। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে। একিভাবে এবছরের ২৩ ফেব্রুয়ারি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাগাতিপাড়া শাখাতেও অনলাইন ব্যাংকিং এর কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে ব্যাবসায়ী, চাকুরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষের কাছে রাকাব ব্যাংকের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। পূর্বের ভবনগুলোতে গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতে সমস্যা হওয়ায় এই উপজেলার রাকাব শাখাটি নব নির্মিত ‘রাজ্জাক মোল্লা ভবনে’ স্থানান্তর করা হয়েছে বলেও জানান আনোয়ার হোসেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় দুই বছরের ও নির্মাণ হয়নি বকুল মধু সেতু
পরবর্তী নিবন্ধনাটোরে করোনা ভাইরাস থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষার জন্য মোনাজাত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে