নাটোরের সিংড়ায় দুই বছরের ও নির্মাণ হয়নি বকুল মধু সেতু

0
457
Singra

সিংড়া সংবাদদাতা: নাটোরের সিংড়ার বিলদহর গ্রামের দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এই সেতুটি বিলদহর বাসীর কাছে পদ্মা সেতুর মতোই স্বপ্নের সেতু। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে দীর্ঘদিনের লালিত এই স্বপ্নের সেতুটি আজ উপযুক্ত তদবিরের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে।

কর্তৃপক্ষের ১৮ মাসের মধ্যে এই সেতুটি কমপ্লিট করে দেবার কথা ছিল। কিন্তু কাজের পরিবেশ নেই, নদীর পানি বৃদ্ধি, এরকম নানা অজুহাতে সেতুটির কাজ দুই বছরের অধিক সময় হয়ে গেল ও পড়ে আছে। এই এলাকার দূর্ভোগ রয়েই গেছে । বাশেঁর সাকোঁ দিয়ে ঝুকি নিয়ে পাড় হয়ে স্কুলে যাচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা ।এসব নিয়ে এলাকার নেতৃস্থানীয় জনগণ ও নেতাদের তেমন কোনো মাথাব্যথা নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কামাল লোহানীর একদিন- রেজাউল করিম খান
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় “রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক”এখন ‘রাজ্জাক মোল্লা ভবনে’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে