নাটোরের বড়াইগ্রামে জনপ্রতিনিধি,কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকদের পিপিই বিতরণ

0
395
PPE

নাটোরকন্ঠ:  নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পক্ষ থেকে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গ্রাম পুলিশদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ‘করোনা ভাইরাসের বিস্তার রোধ কল্পে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা শেষে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পিপিই, হ্যান্ড গ্লোভস ও মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ পিএএ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ শরীফুন্নেসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় করোনায় স্থগিত উপমহাদেশের প্রাচীনতম পিতলের রথযাত্রা
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে নির্যাতীত সেই বৃদ্ধ দম্পতির পাশে পুলিশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে